যশোরে আবাসিক হোটেলে অনৈতিক কাজ, আটক ৬ জনের কারাদণ্ড - Jashore24.com

শিরোনাম

যশোরে আবাসিক হোটেলে অনৈতিক কাজ, আটক ৬ জনের কারাদণ্ড

যশোর
যশোরে আবাসিক হোটেলে অনৈতিক কাজ, আটক ৬ জনের কারাদণ্ড 

যশোর শহরের রেলরোডের আবাসিক হোটেল শাহিনে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপের অপরাধে নারীসহ ৬ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের নামে মামলা দিয়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। 

পেশকার শেখ জালাল উদ্দীন জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ভ্রাম্যমাণ আদালত ও র‌্যাব শহরের রেল রোডের আবাসিক হোটেল শাহিনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে অনৈতিক কার্যকলাপের অপরাধে ৬ জনকে আটক করা হয়।

এরা হচ্ছেন, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, শাহিনুর আলম, রানু বেগম, মহিবুর রহমান ও বিল্লাল হোসেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটক মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন ও হোটেল মালিক শাহিন আলমকে ৭ দিন করে কারাদণ্ড এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটক রানুকে ২দিন এবং মহিবুর রহমান ও বিল্লাল হোসেনকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করেন।

No comments

close