৮৩ জন আরোহী নিয়ে বিমান বি'ধ্বস্ত - Jashore24.com

শিরোনাম

৮৩ জন আরোহী নিয়ে বিমান বি'ধ্বস্ত

৮৩ জন আরোহী নিয়ে বিমান বি'ধ্বস্ত
৮৩ জন আরোহী নিয়ে বিমান বি'ধ্বস্ত 


আফগানিস্তানে দেশটির সশস্ত্রগোষ্ঠী তালেবানের নিয়ন্ত্রণে থাকা এলাকায় যাত্রীবাহী একটি বিমান বি'ধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৮৩ জন আরোহী ছিলেন।

বি'ধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

রুশ সম্প্রচার মাধ্যম আরটির প্রতিবেদনে জানানো হয়েছে, রাজধানী কাবুল থেকে হেরাতের উদ্দেশে রওনা করার জন্য উড্ডয়নের পর দেশটির উত্তরাঞ্চলীয় গজনি প্রদেশের দেহ ইয়ান নামক জে'লার পাহারে বিমানটি বি'ধ্বস্ত হয়।

বিমানটির মালিকানা আরিয়ানা আফগান নামক একটি সরকারি বিমান পরিবহন কোম্পানির।

ব্রিটিশ দৈনিক ডেইলি মিররের খবরে জানানো হয়েছে, বিমানটি বি'ধ্বস্ত হওয়ার পর এখনো ঘটনাস্থলের সর্বশেষ অবস্থা জানা যায়নি।

কতজন হতাহত হয়েছেন তাও নিশ্চিত হতে পারেনি কোনো সংবাদমাধ্যম কিংবা সরকারি কর্মক'র্তারা। তবে সোমবারের ওই বিমান দুর্ঘ'টনায় অনেকে হতাহত হয়েছেন বলে আশ'ঙ্কা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন ওই বিমানটি কাবুল থেকে হেরাতের উদ্দেশে উড্ডয়নের পর স্থানীয় সময় দুপুর সোয়া ১টায় রাজধানী থেকে দক্ষিণ-উত্তরের একটি পাহাড়ি এলাকায় বি'ধ্বস্ত হয়।

প্রতিবেদন অনুযায়ী, তালেবান সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেখানে আ'গুন জ্বালিয়ে দেয়ার চেষ্টা করছেন।

No comments

close