যশোর জেলার ২৭টি নমুনায় একজন করোনা রোগী শনাক্ত - Jashore24.com

শিরোনাম

যশোর জেলার ২৭টি নমুনায় একজন করোনা রোগী শনাক্ত

যশোর জেলার ২৭টি নমুনায় একজন করোনা রোগী শনাক্ত

যশোর জেলার ২৭টি নমুনায় একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষায় একজন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। তিনি হলেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)। সব মিলিয়ে যশোর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৬ জন। এ তথ্য নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন।

এক প্রশ্নের জবাবে শাহীন জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে করোনা পরীক্ষার জন্য রোগীর নমুনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, যবিপ্রবি জিনোম সেন্টারে বুধবার কোন নমুনা পরীক্ষা করা হয়নি। আমরা ল্যাব পরিষ্কার করছি।

যবিপ্রবি'র ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেন জানান, আইইডিসিআরের লোকজন এসেছে। তাদের সাথে মিটিং চলছে। আগের নমুনার রিপোর্ট রেডি হচ্ছে।

সূএ: প্রতিদিনের কথা

No comments

close