যশোরে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু - Jashore24.com

শিরোনাম

যশোরে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু

যশোরে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু 
যশোর জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশনে মঙ্গলবার সকালে এক নারীর মৃত্যু হয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানান, জেলার শার্শা উপজেলার শিয়ালকোনা গ্রামের বাসিন্দা ওই নারী (৫০) গত ১৭ মে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের মহিলা পেইং ওয়ার্ডে ভর্তি হন।

এ সময় শারীরিক অবস্থা পর্যবেক্ষণে করোনা উপসর্গ দেখা দেয়ায় তাকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়।

একই সাথে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।

No comments

close