সংসদের বাজেট অধিবেশন শুরু ১০ জুন - Jashore24.com

শিরোনাম

সংসদের বাজেট অধিবেশন শুরু ১০ জুন

সংসদের বাজেট অধিবেশন শুরু ১০ জুন
আগামী ১০ই জুন শুরু হচ্ছে ২০২০-২১ অর্থ বছরের বাজেট অধিবেশন। সাংবিধানিক ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বাজেট অধিবেশন আহ্বান করেন। সোমবার বিকেলে, জাতীয় সংসদ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ চলতি বছরের ১০ জুন, বুধবার বিকাল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে একাদশ জাতীয় সংসদের ৮ম অধিবেশন বা ২০২০-২১ অর্থবছরের বাজেট অধিবেশনের আহবান করেছেন। বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেছেন রাষ্ট্রপতি।

বাজেট অধিবেশনে সাধারণত দীর্ঘ হয়। অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবের পর তা নিয়ে পুরো অধিবেশন জুড়ে আলোচনা করেন সংসদ সদস্যরা। গত বছর বাজেট অধিবেশন ২১ কার্যদিবসের ছিল। তবে এবার করোনভাইরাসের মহামারীর এই সময়ে তাতে পরিবর্তন আসতে পারে।

বাজেট অধিবেশনের ব্যাপারে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে এরইমধ্যে জানিয়েছেন প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই সংবিধানের নিয়ম রক্ষায় গত ১৮ এপ্রিল ইতিহাসের সংক্ষিপ্ততম অধিবেশনে বসে জাতীয় সংসদ। সেটি ছিল একাদশ সংসদের সপ্তম অধিবেশন। ওই অধিবেশনে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতেও লাগাম টানা হয়। যাদের প্রয়োজন, শুধু তাদের সংসদকে ঢুকতে দেওয়া হয়। সাংবাদিকদেরও সংসদে না যাওয়ার অনুরোধ করা হয়।

No comments

close