বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক আকাশপথ উন্মুক্ত
![]() |
বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক আকাশপথ উন্মুক্ত |
দোহাতে ট্রানজিট ফ্লাইটের অনুমোদন থাকলেও এখনও সেখানে ফ্লাইট পরিচালনার কোনও পরিকল্পনার কথা জানায়নি বিমান। অবশ্য যে কোন সময় চাইলে দেশিয় এয়ারলাইনস সংস্থাগুলো দোহা ফ্লাইটে যেতে পারবে বলে জানিয়েছেন-বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মফিদুর রহমান।
এছাড়াও চীনের সাথে আকাশ পথে যোগাযোগ উন্মুক্ত রয়েছে। চায়না সাউদার্ন ও ইউএস বাংলা নিয়মিত চীনা নাগরিকদের পরিবহন করছে।
এদিকে, নিয়মিত ফ্লাইট বন্ধ থাকলেও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে বিশেষ চার্টার ফ্লাইটে যাত্রী পরিবহন করছে দেশিয় এয়ারলাইন্স সংস্থাগুলো। দেশিয় চার এয়ারলাইন্স সংস্থা ১৮ দেশের ২৩টি গন্তব্যে যাত্রী পরিবহন করলেও করোনা পরিস্থিতিতে লন্ডন, দোহা, চীন বাদে সবকটি গন্তব্যে যাত্রী পরিবহনে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা রয়েছে।
No comments