যশোরে চার বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত আটক
![]() |
যশোরে চার বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত আটক |
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) শেখ তাসমিম আলম।
জানা গেছে, রবিবার বেলা ১১টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এসময় অভিযুক্ত অন্তু তাকে পাশে একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। অসুস্থ্য অবস্থায় মেয়েটি বাড়িতে গেলে তার মা জানতে পেরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এরপর বিষয়টি কোতোয়ালি মডেল থানা পুলিশকে অবহিত করা হলে বিকেলে এলাকা থেকে অন্তুকে আটক করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) শেখ তাসমিম আলম একজনকে আটকের বিষষটি স্বীকার করে জানান, ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
সূত্র: স্বাধীন আলো
No comments