এইচ এস সি ফলাফল দেখার নিয়ম - Jashore24.com

শিরোনাম

এইচ এস সি ফলাফল দেখার নিয়ম


শুধুমাত্র যশোর বোর্ডে বোর্ডের ফলাফল দেখতে ক্লিক করুন নিচের লিংকেঃ

 http://result.jessoreboard.gov.bd/resultjb/index.php

সকল বোর্ডের ফলাফল দেখতে 

সকল বোর্ডের ফলাফল দেখতে ক্লিক করুন

সকল বোর্ডের ফলাফল দেখতে ক্লিক করুন


HSC Alim Result 2024 By Mobile SMS Format

২০২৪ সালের সকল বোর্ডের এইচএসসি আলিম সমমান রেজাল্ট, মোবাইল ফোনের এসএমএস (SMS) এর মাধ্যমে খুব সহজে জানা যাবে।

সকল বোর্ডের এইচএসসি সমমান রেজাল্ট জানার মোবাইল এসএমএস ফরম্যাট দেখুন

যে কোন অপারেটরের সিম যুক্ত মোবাইল ফোন থেকে, ২০২৪ সালের রেজাল্ট এসএমএস-এর মাধ্যমে দেখা যাবে।

মোবাইল ফোনের মেসেজে রেজাল্ট পেতে যে তথ্যগুলোর প্রয়োজন হবে-

পরীক্ষার নাম, যেমন- HSC অথবা Alim। পরীক্ষা পাশের বছর যেমন- 2024।

পরীক্ষার্থীর শিক্ষা বোর্ড এর নামের প্রথম তিন অক্ষর ইংরেজীতে, যেমন ঢাকা (DHAKA) বোর্ড হলে- DHA। অন্য কোন বোর্ড হলে, সে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর।

(নিচের অনুচ্ছেদে সকল বোর্ডের নামের প্রথম তিন অক্ষর উল্লেখ করা হয়েছে)।

পরীক্ষার্থীর ইংরেজী সংখ্যায় রোল নম্বর, যেমন- 321245। এখানে পরীক্ষার্থীর নিজ রোল নাম্বার লিখতে হবে। পরীক্ষার্থীর প্রবেশপত্র দেখে লিখতে হবে।

পরীক্ষায় অংশগ্রহণের বছর ইংরেজী সংখ্যায়, যেমন- 2024।

পরীক্ষার্থীর উপরোক্ত তথ্য সঠিক ফরম্যাটে লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। যে কোন মোবাইল অপারেটর থেকে এই এসএমএস পাঠানো যাবে।

এইচএসসি আলিম ও সমমান রেজাল্ট-২০২৪ পেতে এসএমএস এর সঠিক ফরম্যাট এর নমুনা দেখুন।

এখানে ঢাকা বোর্ড এর একজন কল্পিত শিক্ষার্থীর নমুনা এসএমএস এর ফরম্যাট দেখানো হলো।

HSC<স্পেস>DHA<স্পেস>321245<স্পেস>2024 Send to 16222

এখানে <স্পেস> মানে ফাঁকা জায়গা যা দুটি শব্দ পাশাপাশি লিখতে মাঝখানে ব্যবহার করি।

উদাহরণ: HSC DHA 321245 2024 সেন্ড করুন 16222 নম্বরে।

মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার্থীদের নমুনা মেসেজ দেখুন।

Alim<স্পেস>MAD<স্পেস>321245<স্পেস>2024 Send to 16222

কারিগরি বোর্ডের এইচএসসি আলিম সমমান ভোকেশনাল পরীক্ষার মেসেজ ফরম্যাট দেখুন।

HSC<স্পেস>TEC<স্পেস>321245<স্পেস>2024 Send to 16222

সঠিক তথ্য দিয়ে সঠিক ফরম্যাটে এসএমএস পাঠানোর কিছুক্ষণের মধ্যে, ফিরতি এসএমএস এর মাধ্যমে কাঙ্খিত রেজাল্ট পাওয়া যাবে।

এইচএসসি সমমান রেজাল্ট দেখার মেসেজ পাঠাতে, আপনার মোবাইলে মেসেজ প্রেরণের জন্য ফি প্রয়োজন হবে।

সকল শিক্ষা বোর্ডের ইংরেজী নামের প্রথম তিন অক্ষর

নিচের অনুচ্ছেদে দেশের ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ইংরেজী নামের প্রথম তিন অক্ষর উল্লেখ করা হলো।

এসএমএস ফরম্যাটে পরীক্ষার্থীর নিজ বোর্ডের নামের জায়গায় নিচের অনুচ্ছেদে বর্ণিত বোর্ডের তিন অক্ষরের নাম ইংরেজী অক্ষরে লিখুন।

ঢাকা শিক্ষা বোর্ড: DHA

রাজশাহী শিক্ষা বোর্ড: RAJ

যশোর শিক্ষা বোর্ড: JES

চট্টগ্রাম শিক্ষা বোর্ড: CHI

কুমিল্লা শিক্ষা বোর্ড: COM

দিনাজপুর শিক্ষা বোর্ড: DIN

সিলেট শিক্ষা বোর্ড: SYL

ময়মনসিংহ শিক্ষা বোর্ড: MYN

বরিশাল শিক্ষা বোর্ড: BAR

কারিগরি শিক্ষা বোর্ড: TEC

মাদ্রাসা শিক্ষা বোর্ড: MAD



No comments

close