চীনে করোনা ভাইরাসে আরো ২৪ জনের মৃত্যু
![]() |
চীনে করোনা ভাইরাসে আরো ২৪ জনের মৃত্যু |
দ্রুত ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে চীনে আরো ২৪জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬জনে। এরমধ্যে শুধু হুবেই প্রদেশে মারা গেছে শতাধিক।
বিবিসি জানিয়েছে দেশটিতে নতুন এই ভাইরাসে এপর্যন্ত আক্রান্তের সংখ্যা সাড়ে চার হাজারের বেশি। সংক্রমণ ঠেকাতে ভ্রমণ ও চলাচলে আরো বিধি নিষেধ আরোপ করেছে চীন সরকার। অনেক শহরের বন্ধ রাখা হয়েছে গণপরিবহন।
এদিকে জার্মানি, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় নতুন করে ৪৭জনকে এই ভাইরাসে সনাক্ত করা হয়েছে। নাগরিকদের চীন সফরে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।
ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ায় উহান, হুবেইসহ বেশ কয়েকটি প্রদেশে চলা ভ্রমন নিষেধাজ্ঞা আরো জোরদার করেছে চীন। এরইমধ্যে নিরাপত্তা বিবেচনায় নববর্ষের ছুটি ২ ফেব্রুয়ারী পর্যন্ত বাড়িয়েছে দেশটির সরকার।
মূলত চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত বছরের (২০১৯) ডিসেম্বরে প্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে চীনে সফর করেছেন এমন লোকজনের মাধ্যমেই এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। চীনা এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে অনেক দেশই চীন সফরে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা এনেছে।
No comments