টি-টোয়েন্টি সিরিজ হারলো বাংলাদেশ - Jashore24.com

শিরোনাম

টি-টোয়েন্টি সিরিজ হারলো বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজ হারলো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হার মেনেছে বাংলাদেশ। লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের কাছে ৯ উইকেটে হেরেছে সফরকারীরা। টস জিতে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে ১৩৬ রানের স্কোর গড়ে মাহমুদুল্লাহ রিয়াদের দল। ১৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। অন্যদিকে সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামে পাকিস্তান ।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি সফরকারীদের। দলীয় পাঁচ রানে বিদায় নেন ওপেনার নাইম শেখ। এরপর দ্রুতই আউট হন মাহাদী হাসান। লিটন দাসও এলবিডাব্লিউ এর ফাঁদে পড়লে বাংলাদেশের স্কোর দাঁড়ায় তিন উইকেটে ৪১ রান।

এমন পরিস্থিতিতে চতুর্থ উইকেটে ৪৫ রান যোগ করে পরিস্থিতি সামাল দেন তামিম ও আফিফ। দলীয় ৮৫ রানে আফিফ আউট হলে আবারো ছন্দ হারায় সফরকারীদের ইনিংস। এরপর তামিম ইকবাল অর্ধশতক রানের ইনিংস খেললেও দ্রুত রান তোলার দাবী মেটাতে পারেননি বাকি ব্যাটসম্যানেরা। দলীয় ১১৭ রানে তামিম রানআউট হন। এরপর মাহমুদুল্লাহ ব্যর্থ হন। শেষ পর্যন্ত পাঁচ উইকেটে ১৩৬ রানের স্কোর নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশ দলকে। সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন তামিম। পাকিস্তানের বিপক্ষে দুই উইকেট নেন হাসনাইন।

১৩৭ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ছয় রানে ওপেনার আহসানের উইকেট হারায় পাকিস্তান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্বাগতিকদের। অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ হাফিজের দারুণ ব্যাটিংয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

No comments

close