বিচার বিভাগ স্বাধীন ও প্রভাবমুক্ত: প্রধানমন্ত্রী - Jashore24.com

শিরোনাম

বিচার বিভাগ স্বাধীন ও প্রভাবমুক্ত: প্রধানমন্ত্রী

বিচার বিভাগ স্বাধীন ও প্রভাবমুক্ত: প্রধানমন্ত্রী
বিচার বিভাগ স্বাধীন ও প্রভাবমুক্ত: প্রধানমন্ত্রী 

বর্তমান সরকারের আমলে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীনভাবে এবং প্রভাবমুক্ত থেকে বিচার কার্য পরিচালনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে বিচার বিভাগ জনগণের মাঝে আস্থা ও বিশ্বাস অর্জন করেছে।

আজ (বুধবার) সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন। উত্তর টেবিলে উত্থাপিত হয়। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অপরাধীর কোন দল নেই। তার পরিচয় কেবলই অপরাধী এবং অপরাধী যত শক্তিশালী হোক না কেন তার বিচার হবেই।

প্রকৃত দোষী আসামিরা যাতে সাজা পায় এবং নিরপরাধ নিরীহরা যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আওয়ামী লীগ সরকার সজাগ রয়েছে বলেও জানান সংসদ নেত্রী।

দেশে বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা ৩৬ লাখ ৪০ হাজার ৬৩৯টি। যার তুলনায় বিচারকের সংখ্যা অপ্রতুল। বর্তমান সরকার বিচারকের সংখ্যা বাড়াতে উদ্যোগ নিয়েছে।

No comments

close