প্রবাসীদের অপকর্ম থেকে বিরত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
![]() |
প্রবাসীদের অপকর্ম থেকে বিরত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর |
যেকোন অপকর্ম থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতালি সফরের প্রথমদিন মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় রোমের পার্সো ডেই প্রিন্সিপি গ্র্যান্ড হোটেলে প্রবাসী বাংলাদেশিদের দেয়া নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সামনের দিকে যাচ্ছে এবং এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। দেশের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে দিতে ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের প্রতি আহবান জানান তিনি।
আজ বুধবার ( ০৫ ফেব্রুয়ারি) ইতালির স্থানীয় সময় দুপুরে দেশটির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা। এ সময় তিনটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানান প্রবাসীরা।
এ সময় জনশক্তি রফতানি বাড়াতে প্রতি উপজেলা থেকে এক হাজার দক্ষ শ্রমিক প্রবাসে পাঠানোর ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দেন শেখ হাসিনা।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, দলের বর্তমান চেয়ারপার্সন খালেদা জিয়া, এবং সামরিক শাসক প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তারা কেউই বাংলাদেশে জন্মগ্রহণ করেননি। ফলে দেশের মাটির প্রতি তাদের কর্তব্যবোধ নেই। দেশের প্রতি নিজের দায়িত্বের কথা উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন, সুষ্ঠু পরিকল্পনা ও সুনির্দিষ্ট দিক-নিদের্শনা থাকলে দেশকে উন্নত করা সম্ভব।
দেশের সমস্ত উন্নয়ন প্রকল্প নিজস্ব অর্থায়নে হওয়ায় বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এই ভাবমূর্তি উজ্জ্বল রাখতে বিদেশে পাঠানোর নামে প্রতারণা, অর্থ আত্মস্বাতসহ সব ধরনের দুর্নীতি থেকে বিরত থাকতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তিনি।
দেশের প্রবৃদ্ধিতে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে প্রত্যেক উপজেলা থেকে আরও ১ হাজার করে লোক প্রবাসে পাঠানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের প্রতি কঠোর হুঁশিয়ারিও দেন শেখ হাসিনা।
No comments