একদিনে থাইল্যান্ডে করোনা আক্রান্ত শূণ্য
![]() |
| একদিনে থাইল্যান্ডে করোনা আক্রান্ত শূণ্য |
চলতি মাসে এ নিয়ে চারবার এমন ঘটনা ঘটল। থাই সরকারের করোনাভাইরাস টাস্ক ফোর্সের মুখপাত্র পানপ্রপা ইয়ংত্রাকুল এক বিবৃতিতে বলেন, শনিবার ( ২৩ মে) নতুন করে করোনার আক্রান্ত হয়নি। তিনি বলেন, চলতি বছর এ নিয়ে চতুর্থবারের মতো কেউ আক্রান্ত হয়নি এবং মারা যায়নি।
গত জানুয়ারিতে থাইল্যান্ডে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। দেশটিতে এখন পর্যন্ত ৩ হাজার ৪০ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৫৬ জন। ইতোমধ্যেই দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২ হাজার ৯১৬ জন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৬১ জন।
এদিকে, আক্রান্ত এবং মৃতের হার শূণ্যে নেমে আসায় নিউজিল্যান্ডকে করোনামুক্ত বলে ঘোষণা করেছে দেশটির সরকার। এবার সেই পথ ধরেই হাটছে থাইল্যান্ড। এছাড়া, তাইওয়ানেও নতুন করে নেই আক্রান্ত এবং মৃত্যু।


No comments