দেশে বিভিন্ন জেলায় আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
![]() |
| দেশে বিভিন্ন জেলায় আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন |
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের ৭টি উপজেলার অর্ধশত গ্রামে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এসব গ্রামের প্রায় দুই হাজার পরিবার আজ ঈদ উদযাপন করছে।
চট্টগ্রামে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় সাতকানিয়ার মীর্জাখীল দরবার শরিফে। সকাল সাড়ে ৭টার এই জামাতে ইমামতি করেন দরবারের সাজ্জাদানশীন মাওলানা ড. মোহাম্মদ মকছুদুর রহমান।এতে দরবারের অনুসারীরা নির্দিষ্ট দূরত্ব রেখে নামাজ আদায় করেছেন। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর কাছে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করেন ধর্মপ্রাণ মুসল্লিমরা।
সাতকানিয়া মীর্জাখীল দরবার ও চন্দনাইশ জাহাঁগিরিয়া দরবার শরিফের অনুসারীরা আড়াই'শ বছর ধরে আগাম ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন।
সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুরের পাঁচ উপজেলার ৪০টি গ্রামের কয়েক হাজার পরিবার আজ (রোববার) পবিত্র ঈদুল ফিতর পালন করছে।
হাজীগঞ্জের বায়তুল মামুর জামে মসজিদে সকাল সোয়া ৯ টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন,সাদ্রা রহমানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা কাউছার হামিদ নেছারী। এতে শতাধিক মুসল্লি অংশ নেয়। পরে হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তি উপজেলার ৪০ টি গ্রামে ঈদের জামাত হয়।
আগাম ঈদ উদযাপন করছে শরীয়তপুরের চার উপজেলার ২০টি গ্রামের অন্তত ১০ হাজার মানুষ। সকাল ৯টায় সুরেশ্বর দরবার শরীফে ঈদের প্রতম জামাত অনুষ্ঠিত হয়। এই এলাকায় সুরেশ্বর পীরের ভক্ত ও মুরিদানেরা একশ' বছরের বেশি সময় ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করে আসছে।
এদিকে দিনাজপুরেও সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছে কয়েক হাজার মুসলমান পরিবার। সকাল ৮টায় দিনাজপুর শহরের পার্টি সেন্টারে ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হয়। এখানে ঈমামতি করেন মাওলানা সাইফুল ইসলাম। শতাধিক মুসুল্লি এই ঈদ জামাতে অংশ নেয়।
এছাড়া দিনাজপুরের সদর, চিরিরবন্দর, কাহারোল, চিরিরবন্দর, সাইতাড়া, কাহারোল বিরল উপজেলাসহ ১৩টি উপজেলায় প্রায় দেড় হাজার পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে আজ ঈদুল ফিতর পালন করছে।
লক্ষীপুরের ১০টি গ্রামে মাওলানা ইসহাক (রাঃ) অনুসারীরা সৌদি আরবের সাথে মিল রেখে আগাম ঈদুল ফিতর উদযাপন করছে। সকাল ১০টায় রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
বিরামপুরেও দুই শতাধিক পরিবার আগাম ঈদ উদযাপন করছে। উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদে সকাল সাড়ে ৭টা ও জোতবানী ইউনিয়নের খয়ের-বাড়ি মির্জাপুর জামে মসজিদে সকাল ৮টায় আলাদা দুইটি জামাত অনুষ্ঠিত হয়।


No comments