যশোরে আজ ৩০ করোনা রোগী শনাক্ত
![]() |
যশোরে আজ ৩০ করোনা রোগী শনাক্ত |
একই দিন যশোর জেলায় করোনা আক্রান্ত বলে শনাক্ত ব্যক্তির সংখ্যা মোট তিনশ' ছাড়িয়েছে। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে; আর সুস্থ হয়েছেন ১২০ জন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, ২০ জুন ফলাফলে যশোরের ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের, নড়াইলের ৬৮ জনের নমুনা পরীক্ষা করে পাঁচজনের, মাগুরার ২২ জনের নমুনা পরীক্ষা করে ছয়জনের এবং ঝিনাইদহের ২৫ জনের নমুনা পরীক্ষা করে একজনকে পজেটিভ হিসেবে চিহ্নিত করা হয়। আর সাতক্ষীরার দুইজনের নমুনা পরীক্ষা করে সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে।
অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২১১ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা পজিটিভ এবং ১৬৪ জনের নেগেটিভ ফলাফল এসেছে।
যশোর জেলার ৩৫ পজেটিভের মধ্যে পাঁচটি ছিল ফলোআপ। ফলে এদিন নতুন শনাক্তের সংখ্যা ৩০।
বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে, পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, সকালে যবিপ্রবি ল্যাব থেকে যে ৩৫ জনের পজেটিভ রেজাল্ট পাওয়া গেছে তার মধ্যে নতুন শনাক্ত ৩০ জন; বাকি পাঁচজন পুরনো রোগী।
তিনি বলেন, আক্রান্ত রোগীদের অবস্থান ও তাদের ইতিহাস জানার চেষ্টা করা হচ্ছে। রোগীদের অবস্থান জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: সূবর্ণভূমি
No comments