করোনায় আরো দুই চিকিৎসকের মৃত্যু
![]() |
করোনায় আরো দুই চিকিৎসকের মৃত্যু |
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম ও দিনাজপুরে আরও দুইজন চিকিৎসক মারা গেছেন। আজ বুধবার (১৭ই জুন) ভোরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে মারা যান চিকিৎসক নূরুল হক । তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে আইসিইউ বিভাগের দায়িত্বে কর্মরত ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে তিনদিন আগে থেকে নিজ কর্মস্থলে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন নূরুল হক। বিকেল ৩টায় তাঁকে মহেশখালীর নিজ গ্রামে দাফন করা হবে। এখন পর্যন্ত চট্টগ্রামে ৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজারের বেশি ছাড়িয়েছে।
এদিকে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিক্যালের সাবেক পরিচালক ডা. আব্দুল আহাদ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। গত ৮ই জুন তার করোনা শনাক্ত হয়। এরপর থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) বলছে, এ পর্যন্ত সারা দেশে অন্তত ৪০ জন চিকিৎসক মারা গেছেন এবং আরও ১,০১১ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। টেকনোলজিস্টসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৩১ জন।
No comments