যশোরে ট্রাকের ধাক্কায় ভ্যানের ৩ যাত্রী নিহত
%20%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B8%E0%A6%B9%20%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%A8%20%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%20%E0%A6%97%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8%E0%A5%A4%20%E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4%20%E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8%20%E0%A6%86%E0%A6%B0%E0%A7%8B%20%E0%A6%A6%E0%A7%81%E0%A6%9C%E0%A6%A8%E0%A5%A4.jpg)
যশোরে ট্রাকের ধাক্কায় ভ্যানের ৩ যাত্রী নিহত
যশোরের সড়ক দুর্ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীসহ তিনজন মারা গেছেন। আহত হয়েছেন আরো দুজন।
আজ রবিবার বিকেল সোয়া ৪টের দিকে যশোরের চুড়ামনকাটি-চৌগাছা সড়কের ইটভাটার সামনে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ভ্যানের তিন যাত্রীর মৃত্যু হয়।
নিহতরা হলেন যবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্রী ফারজানা আক্তার সুমি, যশোর সদরের কমলাপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী জোহরা বেগম (৫০) এবং বাগডাঙ্গা গ্রামের আব্দুল হাকিমের ছেলে ভ্যানচালক মাসুম (৩৫)।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সোয়া ৪টার দিকে বিএডিসির একটি ট্রাক (যশোর-ট-১৩৯৪) চৌগাছামুখি যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মাসুম ও গৃহবধূ জোহরা বেগমের মৃত্যু হয়। আহত অবস্থায় জোহরা বেগমের স্বামী আমজাদ হোসেন, যবিপ্রবির শিক্ষার্থী সুমি, মোতাসিন বিল্লাহকে স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমিকে মৃত ঘোষণা করেন।
এছাড়া সড়ক দুর্ঘটনায় যবিপ্রবির শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপদ সড়ক সহ অন্যান্য দাবিতে আন্দোলন!



No comments